thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মুশফিককে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

২০২১ ডিসেম্বর ০৮ ১৬:০১:৩৪
মুশফিককে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: চা বিরতির বাকি ছিল ছয় মিনিট। ম্যাচ বাঁচানোর জন্য যখন লড়ছে দল, দিনের বাকি আর ত্রিশের আশেপাশে ওভার, তখন কেন এমন বিপজ্জনক সিঙ্গেল? একটা কিংবা বড়জোর দুটো ওভার ঠেকিয়ে দিলেই যেখানে সেশনটা শেষ করে দেওয়া যেত অনায়াসে, সেখানে এই বিপজ্জনক একটা রান নিতেই গিয়েই ইনিংস হারের আরেকটু কাছে চলে গেল বাংলাদেশ। সেশন শেষ করেছে ৬ উইকেট হারিয়ে, পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠাতে হলেও আরও চাই ৬৬ রান।

ফলোঅন পড়া বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। স্কোরবোর্ডে ২৫ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। পরে আর কোনো উইকেট না হারিয়ে ৭২ রানে শেষ করে প্রথম ইনিংসের খেলা। মধ্যহ্নভোজের বিরতি থেকে ফিরে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস আর মুশফিকুর রহিম। যদিও দ্বিতীয় সেশনটা পার করতে পারেননি দুজন।

লিটন-মুশফিককে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ দল। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ১৪৭ রান। যেখানে পাকিস্তানের থেকে এখনো ৬৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। সাকিব আল হাসান অপরাজিত আছেন ২৪ রানে।

২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে দলকে টেনে তুলে লিটন ২৭ ও মুশফিক ১৬ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে। দেখেশুনে খেলেই ভালোই এগুতে থাকেন দুজন। পঞ্চম উইকেটে গড়েন ৭৩ রানের পার্টনারশিপ।

ইনিংসের ৩৪তম ওভারে সাজিদ খানের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে সরাসরি ফাওয়াদ আলমের ক্যাচ হন ডানহাতি ব্যাটসম্যান। ৮১ বলে ৭ চারে সাজানো ছিল তার ৪৫ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৫টি রান দূরে থেকে মাঠ ছাড়েন লিটন।

ষষ্ঠ উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে পার্টনারশিপ জমিয়ে তোলেন মুশফিক। তাতে ইনিংস হারের শঙ্কা আস্তে আস্তে উবে যাচ্ছিল। কিন্তু চা বিরতির আগে ভুল করে বসেন মুশফিক। নোমান আলির করা ৫৩তম ওভারের প্রথম বলে সাকিব সিঙ্গেল নিতে গেলে মুশফিক স্ট্রাইক এন্ডে পৌঁছাতে ব্যর্থ হন। বেশ কয়েকবার টিভি রিপ্লে দেখে তাকে আউটের সিদ্ধান্ত জানানো হয়।

সূক্ষ্ম রান আউটে বিদায় নিতে হলো মুশফিককে। ফিফটির অপেক্ষায় থেকে ৪৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। এতে সাকিবের সঙ্গে তার ৪৯ রানের পার্টনারশিপ ভাঙে। মুশফিকের বিদায়ের পর চা বিরতিতে যায় বাংলাদেশ দল। ৬ উইকেট হারানো স্বাগতিকদের সংগ্রহ ১৪৭ রান। যেখানে পাকিস্তানের থেকে এখনো ৬৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। সাকিব অপরাজিত আছেন ২৪ রানে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর