thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

কাটাখালীর মেয়র সাময়িক বরখাস্ত

২০২১ ডিসেম্বর ১০ ০৭:২২:৪৮
কাটাখালীর মেয়র সাময়িক বরখাস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশজুড়ে আলোচনায় থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘মেয়র আব্বাসের বিরুদ্ধে অনাস্থাপত্র, রেজুলেশনের কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ছাড়া মেয়র আব্বাসের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলাবাহিনী। এরপরই মন্ত্রণালয় সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপণ জারি করে।

উল্লেখ্য, রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী। এরপরই তার বিরুদ্ধে মাঠে নামে স্থানীয় আওয়ামী লীগ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ১২ কাউন্সিলর তার প্রতি অনাস্থা জানিয়ে জেলাপ্রশাসককে চিঠি দেন। বৃহস্পতিবার তিনদিনের রিমান্ড শেষে মেয়র আব্বাস আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর