thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

২০২১ ডিসেম্বর ১৪ ১৫:৫৬:০৫
বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে তিলকপুর সড়কের হবির মোড় এলাকায় বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া ওই লাশের পরিচয় জানা যায়নি।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে নওগাঁ এবং বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে কারখানায় আগুন লাগে। নওগাঁ ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। এতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় বগুড়া থেকে আরও চার ইউনিট এতে যোগ দেয়। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর