thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

কাদেরের চিকিৎসায় করণীয় নির্ধারণে বৈঠকে মেডিক্যাল বোর্ড

২০২১ ডিসেম্বর ১৫ ১১:২৩:৩৫
কাদেরের চিকিৎসায় করণীয় নির্ধারণে বৈঠকে মেডিক্যাল বোর্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদসহ ১০ সদস্যের টিম বৈঠকে উপস্থিত রয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

ঠান্ডা-জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় করণীয় নির্ধারণে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড বৈঠকে বসেছে।

এই বৈঠক শুরু হয় বুধবার সকাল ১০টায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদসহ ১০ সদস্যের টিম বৈঠকে উপস্থিত রয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজখবর নিতে তার ছোট ভাই কাদের মির্জা সেখানে উপস্থিত রয়েছেন।

৪১১ নং ভিআইপি রিলাক্স কেবিনে এই বৈঠক হচ্ছে। ওবায়দুল কাদের ভর্তি রয়েছেন ৩১২ নং ভিআইপি কেবিনে।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের বোর্ড গঠনের বিষয়টি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের নিয়মিত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন। তার অ্যাজমা আছে। বুধবার সকালে তাকে আবার দেখা হবে। তারপর পরবর্তী আপডেট জানানো হবে।’

তবে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা কী কী সমস্যায় ভুগছেন তা জানাননি বিএসএমএমইউ উপাচার্য।

অবশ্য, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নিউজবাংলাকে জানান, তাদের দলের সাধারণ সম্পাদক ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, ‘ঠান্ডাজনিত সমস্যার কারণে কাদের ভাইকে মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

কাদেরের অসুস্থতা নিয়ে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন বিপ্লব বড়ুয়া। সেখানে কাদেরের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এর আগে, ২০১৯ সালের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদও।

বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন, কাদেরের তিনটি আর্টারি ব্লক রয়েছে। তার ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চিকিৎসায় দেশের বাইরে থেকে আনা হয় চিকিৎসক দল। বিএসএমএমইউতে এতে কাদেরের চিকিৎসা করেন ভারতের নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তাতেও শঙ্কামুক্ত হননি।

পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে কাদেরকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। প্রায় আড়াই মাসের দীর্ঘ চিকিৎসার পর ২০১৯ সালের ৬ মে সুস্থ হয়ে দেশে ফেরেন আওয়ামী লীগের অন্যতম এই নেতা।

ধীরে ধীরে রাজনীতির মাঠে আগের মতোই সক্রিয় হয়ে ওঠেন কাদের। বৈশ্বিক করোনাভাইরাস মহামারির স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা নিয়ে লোক সমাগম এড়িয়ে চললেও গণমাধ্যমে নিয়মিত দল এবং সরকারের হয়ে কথা বলছেন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ আসার পর গুরুত্বপূর্ণ কিছু রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচিতেও উপস্থিত থাকছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর