thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

নালা খনন করায় হেলে পড়েছে দুই ভবন

২০২১ ডিসেম্বর ২১ ০৮:৩০:০৩
নালা খনন করায় হেলে পড়েছে দুই ভবন

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নালার খনন কাজের সময় দুই পাশে নিরাপত্তা বেষ্টনী না দেওয়ার নগরীর সদরঘাট থানার মাঝির ঘাট এলাকার ফকির পাড়ায় একটি পাঁচ তলা ভবন ও মন্দির হেলে পড়েছে।

আশঙ্কার মুখে ভবনের ভাড়াটিয়ারা বাসা ত্যাগ করছে। সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়। জানতে চাইলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা বলেন, ভবনটি হেলে পড়তে দেখে স্থানীয় বাসিন্দা আমাদের ফোন করে। খবরের পেয়ে উদ্ধার টিম পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা মনির আরটিভি নিউজকে বলেন, নালার খনন কাজ করার সময় দুই পাশে নিরাপত্তা বেষ্টনী না দেওয়ায় মন্দির ও চারতলা ভবন হেলে পড়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর