thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ফরম পূরণ ২৬ ডিসেম্বর

২০২১ ডিসেম্বর ২২ ২১:১১:০৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ফরম পূরণ ২৬ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের এমএ/এমএসএস/এমবিএ/এমএসসি/এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর থেকে। তা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।

পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে পরীক্ষাসমূহ দুপুর ১টার পরিবর্তে ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২২ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর