thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

থাপ্পড় মারা পৌর মেয়র যেভাবে গ্রেপ্তার হলেন

২০২১ ডিসেম্বর ২৩ ১৩:৪৭:১৭
থাপ্পড় মারা পৌর মেয়র যেভাবে গ্রেপ্তার হলেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে জামালপুর দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর উত্তরা-০৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে থাপ্পড়সহ লাঞ্ছিতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাপ্পড়ের ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা করেন। সেই মামলায় শাহানশাহকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার শাহনেওয়াজ শাহানশাহকে জামালপুরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

এর আগে তাকে গ্রেপ্তারের জন্য বৃহস্পতিার সকাল থেকে রাজধানীর উত্তরা-০৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ ঘিরে রাখা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান মঞ্চে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রকাশ্যে থাপ্পড় মেরে লাঞ্ছিত করেন। যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি সংগঠনের জন্য বিব্রতকরও। তাই সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে এবং অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সদস্য পদ থেকে শাহ নেওয়াজ শাহানশাহকে বহিষ্কার করা হয়েছে।

১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হন।

এরপর অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই শিক্ষা কর্মকর্তা।



(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর