thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাষ্ট্রপতির সঙ্গে দুই দলের সংলাপ আজ

২০২১ ডিসেম্বর ২৭ ১৫:৪৪:৫৮
রাষ্ট্রপতির সঙ্গে দুই দলের সংলাপ আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে চলমান সংলাপের চতুর্থ দিন আজ সোমবার অংশ নেবে দুটি রাজনৈতিক দল। বিকাল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন। একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস।

একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, সংবিধান অনুযায়ী একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরিসহ আরো কিছু প্রস্তাবনা রাখবেন তারা।

খেলাফত মজলিসের মহাসচিব জানান, আগামীকাল নিজেদের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ প্রস্তাব রাখবেন তারা। তবে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করার বিষয়ে গুরুত্ব দেয়ার কথাও বলেছেন খেলাফত মজলিসের মহাসচিব।

তরিকত ফেডারেশনের সভাপতি জানান, আইনের বিষয়েদ তার দলও প্রস্তাব রাখবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর