thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

এনা পরিবহনের সেই চালক গ্রেপ্তার

২০২১ ডিসেম্বর ২৯ ১১:০২:১১
এনা পরিবহনের সেই চালক গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপরে উঠে যায়। দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাস চালক। এ ঘটনায় মাইক্রোবাস চালকের খিলক্ষেত থানায় মামলার পর, সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনাল থেকে ওই চালককে আটক করেছে র‍্যাব।

র‍্যাবের এক কর্মকর্তা বলেন, ওই বাস চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানান হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।এরআগে, মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিট। উত্তরাগামী এনা পরিবহনের একটি বাস খিলক্ষেতে সড়ক বিভাজন ভেঙে উঠে যায় একটি মাইক্রোবাসের উপর। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি।

এ ঘটনায় আহত হন মাইক্রোবাস চালক শাহাদাত হোসেন। লোক জড়ো হওয়ার আগেই পালিয়ে যান এনা পরিবহনের চালক ও হেল্পার।

দুর্ঘটনাস্থল থেকে এনা পরিবহনের বাস ও ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এনা পরিবহনের মালিক।

পরে খিলক্ষেত থানায় সড়ক পরিবহনে আইনে মামলা করেন মাইক্রোবাস চালক। আসামি করা হয়েছে এনা পরিবহনের চালক ও হেল্পারকে।

এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, র‌্যাব ওই বাসের নিয়মিত চালককে নিয়ে গেছে, যদিও তিনি তখন বাসটি চালাচ্ছিলেন না। এনা পরিবহনের বেপরোয়া চলাচলের বিষয়ে আগেও বেশ কয়েকবার সতর্ক করেছে প্রশাসন।

এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুল্লাহ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। মহাখালী থেকে এনার বাসগুলো মূলত সিলেট ও ময়মনসিংহ রুটে চলে। এছাড়া গাবতলী থেকে অন্যান্য জেলার পথে চলে এনা পরিবহনের বাস।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর