thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন কমিশন গঠনে বিএনএফের তিন প্রস্তাব

২০২১ ডিসেম্বর ২৯ ২০:২৭:৩১
নির্বাচন কমিশন গঠনে বিএনএফের তিন প্রস্তাব

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকালীন সরকারসহ তিন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। এছাড়া সার্চ কমিটি গঠনে ৫ জনের নাম প্রস্তাব করেছে দলটি।

প্রস্তাবিত নামের মধ্যে ২ জন প্রখ্যাত অধ্যাপক, একজন সাবেক নির্বাচন কমিশনার, একজন সাবেক সেনাকর্মকর্তা ও একজন সাবেক আইজিপি রয়েছেন।

স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংলাপের ষষ্ঠ দিনে বুধবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রতিনিধি দলের সদস্যরা।

এর আগে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে প্রবেশ করেন বিএনএফের ৭ সদস্যের প্রতিনিধি দল।

বিএনএফ সভাপতি এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়।

সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের মহাসচিব ড. নজরুল ইসলাম আল মারুফ, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. আতিকুর রহমান নাজিম, মমতাজ সুলতানা আহমেদ, যুগ্ম মহাসচিব মো. শফিউল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ।

এর আগে মঙ্গলবার সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে ছয়টি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নির্বাচন কমিশন আইন গঠনের বিষয়েও জোর দিয়েছে দলটি। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব প্রস্তাবের কথা বলেন তিনি।

এ সময় সংসদে রাজনীতিবিদ কমে গেছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, রাজনীতিতে যে টাকার খেলা চলছে তা বন্ধ করতে শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন। আমরা রাষ্ট্রপতিকে লিখিত প্রস্তাব দিয়েছি। রাষ্ট্রপতি আলোচনাকালে আমাদের জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন হওয়া উচিত। তিনি আইন প্রণয়নের ব্যাপারে ইতিবাচক। নতুন বছরে শুরুর অধিবেশনে আইন প্রণয়ন করা যেতে পারে। আইন করতে হবে, প্রয়োজনে একদিনেও আইন প্রণয়ন করা যায়।

সার্চ কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকরী কমিটির পরামর্শ দিয়েছি। দুজন নারী সদস্য রাখার প্রস্তাব দিয়েছি।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর