thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

সিরাজগঞ্জে বাস উল্টে ভ্যানের ওপর, মৃত্যু ৪

২০২১ ডিসেম্বর ৩১ ১২:৫০:১৫
সিরাজগঞ্জে বাস উল্টে ভ্যানের ওপর, মৃত্যু ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে অটোভ্যানের ওপর পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১৫ জন। ৩১ ডিসেম্বর, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ১০টার দিকে গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় উল্টে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা এক নারীসহ মোট চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

তিনি আরো জানান, এখন পর্যন্ত যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৩১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর