thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সৌদি আরবের তাবুক অঞ্চলে ব্যাপক তুষারপাত

২০২২ জানুয়ারি ০২ ১৮:৫৭:১৭
সৌদি আরবের তাবুক অঞ্চলে ব্যাপক তুষারপাত

দ্য রিপোর্ট ডেস্ক: সৌদির তাবুক অঞ্চলে হঠাৎ তাপমাত্রা অনেক কমে গেছে। ফলে তাবুকের পর্বতগুলোতে শুরু হয়েছে তুষারপাত। শনিবার সকাল থেকে শুরু হওয়া তুষারপাতে পর্বতগুলো সাদা হয়ে গেছে। রোববার (২ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তুষারপাতের ছবি-ভিডিও। অনেকেই এ ধরনের তুষারপাতকে উপভোগ করছেন। বিশেষ করে সৌদির উত্তর-পশ্চিমে অবস্থিত জাবাল আল-লাউজ এলাকায় চিত্তাকর্ষক দৃশ্য চোখে পড়েছে। তুষারে ঢাকা পড়েছে গোটা এলাকা।

বেশ কিছু হাইকারকে দৃশ্যটি দেখতে ও এমন পরিবেশ উপভোগ করতে আগ্রহী দেখা গেছে। তাবুকের নাগরিকরা তুষারপাত নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সৌদির মানুষ শীতের আবহাওয়ায় তাদের উত্তেজনা-আনন্দ প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।

প্রত্যেক বছর সৌদির বিভিন্ন অঞ্চল থেকে তাবুক অঞ্চলের তুষারপাত দেখতে আসে ভ্রমণকারীরা। তবে করোনা মহামারি চলায় এ বছর দর্শনার্থীর সংখ্যা কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেশী দেশ কাতার থেকেও অনেকে আসছেন তুষারপাত উপভোগ করতে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর