thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

ট্রাক-ট্রেন সংঘর্ষ : দিনাজপুরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

২০২২ জানুয়ারি ০৫ ১২:১০:৩৫
ট্রাক-ট্রেন সংঘর্ষ : দিনাজপুরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার ভোর ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যালসংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। রেলগেট খোলা থাকায় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় ট্রেন চলে আসায় সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন।

তিনি বলেন, ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) রেললাইন থেকে পাশে উল্টে যায়। এ ঘটনার পর থেকে দিনাজপুরের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর