thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৬ রবিউল আউয়াল 1446

চট্টগ্রামে গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ

২০২২ জানুয়ারি ০৫ ১২:৪১:১০
চট্টগ্রামে গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুলকেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমের ৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ। তিনি পুলিশ বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ২ জনকে আটক করে বিজিবি সদস্যরা। এ ছাড়া একই ইউনিয়নের দক্ষিণ করোলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় মহরম আলী নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

দীপ্ত টিভির চট্টগ্রাম প্রধান রুনা আনচারী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী সংবাদ সংগ্রহ করার সময় কিছু যুবক আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। পরে তারা আমাদের বহনকারী গাড়িগুলো ভাঙচুর করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর