thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

২০২২ জানুয়ারি ০৬ ১১:২৩:৩৮
৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

চার ঘণ্টা ফেরি বন্ধ থাকার কারণে যানবাহন পারাপারও বন্ধ হয়ে যায়। এতে উভয়ঘাটে শত শত গাড়ি আটকা পড়ে। দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকে থাকা যাত্রীদের তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, ভোর সোয়া ৪ টার দিকে পদ্মায় কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সোয়া ৮টার দিকে কুয়াশার পরিমাণ কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে চার শতাধিক যানবাহন আটকা পড়েছে। এখন সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর