thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৯ শতাধিক ট্রাক

২০২২ জানুয়ারি ০৬ ১২:৩০:২১
পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৯ শতাধিক ট্রাক

দ্য রিপোর্ট প্রতিবেদক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ৮ ঘণ্টা ফেরি ঘন কুয়াশায় চলাচল বন্ধ থাকা, ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ বৃদ্ধি ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ৯ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পাটুরিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে যানবাহন।

জানা গেছে, এ নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহ ফেরিসহ ৪টি ফেরি বিকল থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। এ নৌ-রুটে ফেরি স্বল্পতা ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এ ছাড়া, নদীতে পানি দ্রুত কমতে থাকায় ঘাটগুলো ওঠা-নামা করতে হচ্ছে। এ কারণেও ঘাটের সমস্যা দেখা দিয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপারের ব্যবস্থা নেয়। এ কারণে নদী পার হতে পণ্যবাহী ট্রাকচালকদের ৪-৫ দিন অপেক্ষা করতে হচ্ছে ঘাটেই।

বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে বুধবার রাত সোয়া একটা থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি স্বল্পতা ও গত প্রায় এক সপ্তাহ ধরে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোশেনের (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, এ নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহসহ ৪টি ফেরি বিকল। ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর