thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারী মারা গেছেন

২০২২ জানুয়ারি ০৬ ১৩:১০:০৪
আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারী মারা গেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রংপুর বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই নারী হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার তারা মনি এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার আশা রানি।

ডা. পলাশ বলেন, মারা যাওয়া দুজনের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি।

চলতি বছরের শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন এমন আরো ২২ জন রংপুর মেডিকেলে ভর্তি আছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর