thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতেই ঝুলে থাকলো ২ যুবক

২০২২ জানুয়ারি ০৬ ১৪:৫৬:৫৯
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতেই ঝুলে থাকলো ২ যুবক

দ্য রিপোর্ট প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শিবপাশা বাজারের কাছ থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান।

মৃতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, সকালে স্থানীয় কাছে খবর পেয়ে বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের এবং নিচে সড়ক থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় বিদ্যুতের খুঁটিতে থাকা দুটি ট্রান্সফরমার পাশের পুকুরে পড়ে থাকতে দেখা যায়।

ওই দুই যুবক ট্রান্সফরমার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয় বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর