thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

কক্সবাজারে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

২০২২ জানুয়ারি ০৭ ১০:৪৯:১৪
কক্সবাজারে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অস্ত্রসহ চারজন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৭ জানুয়ারি, শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৫। এ সময় দুটি বিদেশি অস্ত্র ও ছয়টি দেশীয় তৈরি বন্দুক ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব ১৫ অধিনায়ক খাইরুল আমিন সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চলায় র‌্যাব। এসময় মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও ছয়টি দেশীয় তৈরি অস্ত্রসহ ও বেশকিছু গোলাবারুদসহ তাদের আটক করা হয়। মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, মিয়ানমার থেকে দীর্ঘ দিন ধরে অস্ত্র পাচার হচ্ছিল। প্রথমে আমাদের কাছে তথ্য ছিল অস্ত্রের কারখানা রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন (১৯) ও থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর