thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

নৌকা প্রতীক পেতে ‘১৫ লাখ টাকা দেওয়া’র অভিযোগ যুবলীগ নেতার

২০২২ জানুয়ারি ০৮ ১২:৩৮:২৩
নৌকা প্রতীক পেতে ‘১৫ লাখ টাকা দেওয়া’র অভিযোগ যুবলীগ নেতার

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৫ লাখ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বিপুল টাকার এই চেক বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই চেকের ছবি দিয়েছেন।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে এই চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা লেনদেন করার অভিযোগ করেছেন। যদিও যার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তিনি এ ধরনের লেনদেনের অভিযোগ নাকচ করে কামাল উদ্দিনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন।

ফেসবুক পোস্টে কামাল উদ্দিন লিখেছেন, ‘আমি মোহাম্মদ কামাল উদ্দিন, অ্যাডভোকেট অ্যান্ড অডিশনাল পিপি, চট্টগ্রাম জজ কোর্ট ও সহ-আইন বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ। আসন্ন ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেবেন বলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুসেইন কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ এমপির নাম দিয়ে আমার কাছ থেকে পনের লাখ টাকার চেক নিয়েছেন।’

‘কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাকে মনোনয়ন দেওয়া তো দূরে থাক, কেন্দ্রে আমার নামটি পর্যন্ত পাঠায়নি। এখন আমি আমার চেক ও টাকা ফেরত চাই। অন্যথায় বিষয়টি নিয়ে আমি তৃণমূলের আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার দ্বারস্থ হবো এবং ফৌজদারি মামলা করতে বাধ্য হবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ’—লিখেছেন কামাল উদ্দিন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘এটি দলের জন্য অবশ্যই বিব্রতকর এবং সুখকর নয়। বিষয়টি সম্পর্কে আমি এখনো বিস্তারিত খোঁজ নিতে পারিনি। তবে আমার মনে হচ্ছে চেক গ্রহণের অভিযোগটি সঠিক নয়।’

এদিকে অভিযোগ তোলার কয়েকঘণ্টার মাথায় সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে কামাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কামাল উদ্দিনকে বহিষ্কারের কথা নিশ্চিত করেন সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর