thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মুক্ত হলেন এমপি রুমিন ফারহানা

২০২২ জানুয়ারি ০৮ ১৯:১৭:৪৭
মুক্ত হলেন এমপি রুমিন ফারহানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একই স্থানে আওয়ামী লীগ-বিএনপি সমাবেশ ডাকায় শনিবার বোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এর মধ্যেও আশুগঞ্জ উপজেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশে যোগ দিতে গেলে পুলিশ তাকে অবরুদ্ধ করে রাখে। আড়াই ঘণ্টা পর ব্যারিস্টার রুমিন ফারহানাকে মুক্তি দেয় জেলা পুলিশ।

শনিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের টোলপ্লাজায় তার গাড়ি আটকে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা। এরপর গাড়িসহ তাকে টোলপ্লাজার কাছে হোটেল উজান-ভাটিতে নিয়ে যাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, রুমিন ফারহানা বিএনপির সমাবেশে যোগ দিতে আশুগঞ্জ ছেড়ে গেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর