thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৬ রবিউল আউয়াল 1446

কিরাত সম্মেলন থেকে বাড়ি ফেরা হলো না ৩ শিক্ষার্থীর

২০২২ জানুয়ারি ০৯ ১০:৩৬:১৭
কিরাত সম্মেলন থেকে বাড়ি ফেরা হলো না ৩ শিক্ষার্থীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিন মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আব্দুল গফুর ও হাফেজ সালাউদ্দিন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদরাসার শিক্ষার্থী।

হাকিমপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ বলেন, খুলনা আলিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন শেষে রাতে খুলনা থেকে মাহিন্দ্রাযোগে ছয় হাফেজ মাদরাসার উদ্দেশ্যে রওনা দেন। ঘন কুয়াশার কারণে পথে বিপরিতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকি চার হাফেজ ও মাহিন্দ্রাচালক আহত হন। তাদের মধ্যে ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার ওসি আলী বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর