thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

চট্টগ্রামে কারখানায় ভয়াবহ আগুন: ২ জনের মরদেহ উদ্ধার

২০২২ জানুয়ারি ১০ ১৯:৪৩:৫৭
চট্টগ্রামে কারখানায় ভয়াবহ আগুন: ২ জনের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরের কর্নেলহাট সিটি গেট এলাকায় ‘পিটুপি ফার্নিচার’ এর কারখানায় আগুন লাগে।

নিহত দুজন ওই কারখানার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। কারখানায় আরও কেউ দগ্ধ হয়েছেন কি না তা প্রাথমিক জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, আজ বিকেল ৩টা ৫০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার সময় ভেতরে শ্রমিকেরা কাজ করছিলেন। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুন এখনো জ্বলছে। কারখানা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ আছে কি না আগুন নিয়ন্ত্রণে আসলে বলা যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর