thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সে তো নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায় : আইভী

২০২২ জানুয়ারি ১২ ১৬:০৬:২৫
সে তো নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায় : আইভী

দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সে (শামীম ওসমান) তো নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায়।

আজ বুধবার (১২ জানুয়ারি) সকালে ১৫নং ওয়ার্ডে গণসংযোগকালে ‘শামীম ওসমান কি আপনার সঙ্গে আছেন কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী এ কথা বলেন।

এসময় আইভী আরো বলেন, আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন? আরো তো অনেক বিষয় আছে সেগুলো বলেন।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১১ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৬ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর