thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভারতে একদিনে আরো আড়াই লাখ করোনা শনাক্ত

২০২২ জানুয়ারি ১৩ ১২:১৬:১৩
ভারতে একদিনে আরো আড়াই লাখ করোনা শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের মুখোমুখি ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় তৃতীয় ঢেউ শুরুর পর সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

১৩ জানুয়ারি, বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫০ হাজার জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৩৮০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৩ লাখ ২০ হাজার ৫১০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৪ জনের।

বৃহস্পতিবারের সংক্রমণ আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। মঙ্গলবার এ সংখ্যাটা ছিল ১ লাখ ৬৮ হাজার। প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ৩.০৮ শতাংশ। এবং ৯৫.৫৯ শতাংশ সুস্থ হচ্ছে। ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জন।

বিশ্বে করোনায় এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ লাখ ৬৬ হাজার ৮৮২ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে রবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার ৪১৯ জনের। এর পরই রয়েছে ভারতের অবস্থান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর