thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেধে ধর্ষণ, আটক ৫

২০২২ জানুয়ারি ১৪ ১৬:১০:৪৮
নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেধে ধর্ষণ, আটক ৫

দ্য রিপোর্ট প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় এক এসএসসি পরীক্ষার্থীকে দলবেধে ধর্ষণের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল বিকেলে মায়ের উপর অভিমান করে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে খালার বাড়ি ছাতনী এলাকায় যাচ্ছিল ওই পরীক্ষার্থী। পথে সন্ধ্যায় ছাতনী দিয়ার এলাকায় পৌঁছালে শহিদুল ইসলামের সঙ্গে পরিচয় হয় তার। এসময় শহিদুল ইসলাম ওই পরীক্ষার্থীকে ভুলভাল বুঝিয়ে তার খালার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ভাটপাড়ার উদ্দেশে পায়ে হেঁটে রওনা হয়। পথে ওই এলাকার আরও কিছু ছেলে তাদের পিছু নেয়। ভাটপাড়া শ্মশানঘাটের মাঝামাঝি এলাকায় নিয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম, লিটন, নয়ন শেখ, রাজু , কাজল, আসতুল গং মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

পরে বিষয়টি জানতে পেরে রাতেই অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে আটকসহ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযুক্তদের মধ্যে এখনও তিনজন পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর