thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

‘প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই হরতাল প্রত্যাহার’

২০১৩ নভেম্বর ১১ ২১:৪০:৫০
‘প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই হরতাল প্রত্যাহার’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই হরতাল প্রত্যাহার করা হবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনে সোমবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের একথা জানান কাদের সিদ্দিকী।

এর আগে রাত ৮টা ২৫ মিনিটে কাদের সিদ্দিকীর সঙ্গে বিকল্প ধারার সাধারণ সম্পাদক মেজর (অব.) মান্নানসহ প্রায় ১৫ সদস্যের এক প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান।

কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, সরকার উদ্যোগ নিলে তাৎক্ষণিকভাবে হরতাল প্রত্যাহার করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কি ধরনের উদ্যোগ জানতে চাইলে বঙ্গবীর বলেন, বিরোধীদলীয় নেত্রী তাকে বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই হরতাল প্রত্যাহার করা হবে।

মন্ত্রী প্রতিমন্ত্রীদের পদত্যাগকে ‘নাটক’ হিসেবে চিহ্নিত করে কাদের সিদ্দিকী বলেন, সংবিধান অনুয়ায়ী প্রত্যেককে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দিয়ে দেশ পরিচালনা করতে পারবেন।

এর আগে হরতাল ভেঙে কাদের সিদ্দিকী (ঢাকা মেট্রো চ ৫৩৫৯৯২) গাড়িতে চড়ে খালেদা জিয়ার বাসভবনে আসেন। তারা মোট ৫টি গাড়িতে করে এসেছেন বলে জানা গেছে।

এদিকে ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতাল চলছে। হরতাল শুরু হয়েছে রবিবার সকাল ৬টা থেকে। চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এনডিএস/এসবি/এইচএসএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর