thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নাসিক নির্বাচন : ভোটগ্রহণ শেষে চলছে গণনা

২০২২ জানুয়ারি ১৬ ১৬:৫৯:০৮
নাসিক নির্বাচন : ভোটগ্রহণ শেষে চলছে গণনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এখন ভোট গণনা চলছে।

নারায়ণগঞ্জ সিটির ১৯২ কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। নির্ধারিত সময় অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হলেও কয়েকটি কেন্দ্রের সামনে লাইনে থাকা ভোটাররা ৪টার পরেও ভোট দিয়েছেন।

ভোটগ্রহণে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু কেন্দ্র ভোটারের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে দেরি হয়েছে।

নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার কেউই বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ করেননি।

আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

এ ছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুপুরে নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলে নির্বাচন পর্যবেক্ষণ শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘ভোট যত বেশি কাস্ট হবে, আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে ভালো নির্বাচন দেখতে চাই।’ কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের এটাই সেই নির্বাচন।

নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার কেউই বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ করেননি।

এই নির্বাচনে বেশ কজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে টানা দুইবার মেয়রের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী মি. খন্দকার।

নারায়ণগঞ্জে ভোট মানেই উত্তেজনা। একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচনে সবসময় থাকলেও, নারায়ণগঞ্জে নির্বাচনে বিতর্কের মাত্রা যেন ভিন্ন। প্রচারণার শুরু থেকে সেটি দেখা গেছে।

গত নভেম্বরের শেষ সপ্তাহে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হয়।

নির্বাচনে মুল প্রার্থী দুজন হলেও বিতর্ক ছিল ত্রিমুখী।

প্রধান দুই প্রার্থীর একজন বর্তমান মেয়র, পরপর দুবার বিজয়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ছাড়াও বরাবরের মতো সেখানকার নির্বাচনের রাজনীতিতে বড় ভূমিকা রাখা আর একজন হচ্ছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য, স্থানীয় রাজনীতিতে বহুদিনের প্রভাবশালী নেতা, শামীম ওসমান।

সেলিনা হায়াৎ আইভী এবং শামীম ওসমান দুজনেই আওয়ামী লীগের রাজনীতি করলেও সবসময় তাদের মধ্যে দৃশ্যত বৈরি সম্পর্ক রয়েছে। সেটি এবারও স্পষ্ট ছিল।

এবারও নির্বাচনী প্রচারণা চলাকালে তাদের দুজনের বক্তব্য - পাল্টাব বক্তব্যে নারায়ণগঞ্জের ভোটের মাঠতো জমজমাট ছিলই, এই নিয়ে আলোচনা চলেছে পুরো দেশজুড়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর