thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন সানিয়া মির্জা

২০২২ জানুয়ারি ১৯ ১৬:৫৯:৪৮
টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন সানিয়া মির্জা

দ্য রিপোর্ট ডেস্ক: চলতি মৌসুম শেষেই টেনিসকে বিদায় বলবেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।

ভারতীয় এই টেনিস তারকা আজ অস্ট্রেলিয়ান ওপেনে নেমেছিলেন নারী দ্বৈতের লড়াইয়ে। তবে যাত্রাটা থেমে গেছে সেখানেই। ইউক্রেনীয় সঙ্গী নাদিয়া কিচেনকের সঙ্গে মিলে এড়াতে পারেননি হার। স্লোভেনিয়ান তামারা জিদানেস্ক ও কাইয়া ইয়ুভানেস্কের কাছে হেরেছেন সরাসরি সেটে; ৪-৬, ৬-৭ গেমে।

অজি ওপেনের নারী দ্বৈত থেকে এমন বিদায়ের পেছনে সানিয়ার দায়টা অবশ্য কমই। শুরু থেকেই একের পর এক আনফোর্সড ইরোরে কাজটা কঠিন করে তুলেছিলেন কিচেনক। তাতেই অবধারিত হারের মুখে পড়েছেন সানিয়া।

অস্ট্রেলিয়ান মুল্লুকে তার যাত্রাটা অবশ্য এখানেই শেষ হয়ে যায়নি। আমেরিকান রাজীব রামের সঙ্গে মিলে তিনি লড়বেন মিশ্র দ্বৈতেও।

নারী দ্বৈতের এই হারের পরই মূলত বিদায়ের ঘোষণাটা দিয়েছেন সানিয়া। জানিয়েছেন চলতি ২০২২ মৌসুমটাই হবে তার শেষ, এর পরই টেনিস র‌্যাকেটটা তুলে রাখবেন তিনি।

সানিয়া বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এটাই হতে যাচ্ছে আমার শেষ মৌসুম। আমি এবার প্রতি সপ্তাহ ধরে ধরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। পুরো মৌসুম খেলতে পারব কিনা নিশ্চিত নই আমি।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর