thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল 25, ৫ বৈশাখ ১৪৩২,  ১৯ শাওয়াল 1446

হ্যান্ডবল ও সাঁতারে ১৯ বছর পর কোচ নিয়োগ

২০২৫ এপ্রিল ১৬ ১০:৩১:২০
হ্যান্ডবল ও সাঁতারে ১৯ বছর পর কোচ নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:দীর্ঘ ১৯ বছর পর দুজন কোচ নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সবশেষ ২০০৬ সালে কোচ নিয়োগ দিয়েছিল দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা।

মঙ্গলবার দুই কোচ ওয়াহিদুল ইসলাম ও মো. রায়হান চৌধুরী প্রশিক্ষক গ্রেড তিন পদে যোগ দেন।

জাতীয় ক্রীড়া পরিষদ ২৬টি শূন্য পদের জন্য কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল। ১৭৮টি আবেদন জমা পড়ে। এ নিয়ে কম সমালোচনা হয়নি। যাচাই-বাছাই শেষে আটজন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

লিখিত ও মৌখিক পর্ব পেরিয়ে রায়হান ও ওয়াহিদুল চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন। রায়হান হ্যান্ডবল ও ওয়াহিদুল ইসলাম সাঁতারের কোচ হিসাবে কাজ করবেন।

দুজনেরই জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিদেশি ডিপ্লোমা সনদও রয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর