thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় শত শত যানবাহন

২০২২ জানুয়ারি ২৫ ১৩:২৩:২৬
দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় শত শত যানবাহন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধের সিধান্ত গ্রহণ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তিন ঘণ্টার অধিক সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয়পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, তিন ঘণ্টার অধিক সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। এসব যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর