thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক বাড়লেও, কমেছে লেনদেন

২০২২ জানুয়ারি ২৫ ১৯:৩০:২৩
সূচক বাড়লেও, কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমছে। তবে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৩২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩২.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ০.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৪.৬১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৩.৩৩ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত আছে ৫৩টির। ডিএসইতে এদিন ১ হাজার ১১৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০১ কোটি টাকা কম।

সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫৫.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪০২.৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৯৩.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৪৬.২৮ পয়েন্টে এবং সিএসআই সূচক ৫.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৫.০৪ পয়েন্টে।

মঙ্গলবার সিএসইতে ২৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। দিন শেষে সিএসইতে ২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর