thereport24.com
ঢাকা, শনিবার, ১২ জুলাই 25, ২৮ আষাঢ় ১৪৩২,  ১৬ মহররম 1447

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৫ অটো যাত্রীর

২০২২ জানুয়ারি ২৬ ২০:৩৪:৪৫
বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৫ অটো যাত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন নিহত হন।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর