thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

টেকনাফে ৭ কোটি ৭৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ৪

২০২২ জানুয়ারি ২৮ ১১:১৫:৪৬
টেকনাফে ৭ কোটি ৭৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৭৪ লাখ টাকার ইয়াবাসহ চার ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে কক্সবাজার-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন মিয়ানমারের দব্রিচাই এলাকার নেম ইউ চ (৩৬), মন্দ্রাছের ছেওয়াচি (৩৮), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম (৪২) ও সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মো. হাফেজ আহমেদ (৪০)।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার হতে দুই বিদেশি নাগরিকসহ চারজন একটি বিদেশি ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। পরে বিজিবি ধাওয়া দিয়ে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩৪ লাখ টাকা।

এর আগে খারাংখালী এলাকায় একটি কাঠের নৌকায় দিয়ে মাদককারবারিদের কাছে ইয়াবা হস্তান্তরের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাদককারবারিরা পালিয়ে গেলেও বিজিবি তল্লাশি চালিয়ে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা। পরে জব্দকৃত ইয়াবা ও দোষীদের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর