thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

টাঙ্গাইলে সড়কে ঝরলো ২ প্রাণ

২০২২ জানুয়ারি ২৮ ১৫:৩০:৪০
টাঙ্গাইলে সড়কে ঝরলো ২ প্রাণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার হাজরাবাড়ির কয়াপাড়া এলাকায় ট্রাক ও মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিনি ট্রাকের চালক ও টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল মিয়া ও কাচাঁ মরিচ ব্যবসায়ী জামালপুরের সরিষাবাড়ির চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুমন মিয়া ।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনায় কবলিত মিনি ট্রাকটি কাচাঁ মরিচ বিক্রি শেষে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় মধুপুরগামী ইটের ট্রাকের সঙ্গে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার কয়াপাড়া এলাকায় মিনি ট্রাকের সংঘর্ষ বাঁধে।

এতে মিনি ট্রাকের চালক ও তার পাশে বসা কাঁচা মরিচ ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর