thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, ইউপি সদস্যসহ প্রাণ গেল তিনজনের

২০২২ জানুয়ারি ৩১ ০৯:৩৬:২৫
ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, ইউপি সদস্যসহ প্রাণ গেল তিনজনের

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজবাড়ীতে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আরও দুইজন আহত হয়েছেন। রবিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর নিমতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মাছচর ইউনিয়নের সোহরাব উদ্দিন সরদারের ছেলে কামরুজ্জামান হিটু (৪০), একই এলাকার জলিল মৌলভীর ছেলে মাসুদ মৌলভী (৪৫) এবং আকবর মাস্টা‌রের ছে‌লে ইউপি সদস্য আলিমুজ্জামান আলিম (৫০)।

আহতরা হ‌লেন- খলিলপু‌রের মৃত আজিজুল হকের ছে‌লে জিএম মো‌র্শেদ প্রিন্স (৫০) ও রাজবাড়ীর সুলতানপু‌রের রওশন ব্যাপারীর ছে‌লে শামীম ব‌্যাপারী (৩৫)।

হাইও‌য়ে পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থে‌কে এক‌টি প্রাইভেটকারে করে পাঁচজন ফ‌রিদপুরের মাছচর এলাকায় ফির‌ছি‌লেন। রাজবাড়ীর নিমতলা রেলক্রসিং এলাকায় আসলে গাড়িটি পেছ‌ন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হিটু ও মাসুদ মৌলভী। আর ফরিদপুর নেওয়ার প‌থে মারা যান আলিমুজ্জামান। ঘটনার পর ট্রাকটি পা‌লি‌য়ে যায়। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

আহলাদীপুর হাইও‌য়ে থানার ওসি দো‌লোয়ার হো‌সেন বলেন, আহতদের ফ‌রিদপু‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে একজ‌নের অবস্থ‌া আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর