thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

২০২২ ফেব্রুয়ারি ০১ ১৫:৩৪:২০
সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: চিকিৎসা শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার সন্ধ্যার পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএনপি।

বিএনপি কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় আসবেন।

খালেদার বাসায় ফেরা ও তার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।

বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড হাসপাতালের অডিটোরিয়ামের ১১ তলায় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবে।

১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর