thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করবো : বিচারপতি ওবায়দুল হাসান

২০২২ ফেব্রুয়ারি ০৫ ১৭:৫১:২১
সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করবো : বিচারপতি ওবায়দুল হাসান

দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দিতে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, সংবিধান ও আইন অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।

সার্চ কমিটির সভাপতি শনিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘কমিটির সম্মানিত সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে আমি বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করবো।’

সার্চ কমিটির দায়িত্ব দেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাকে এবং আমার সহকর্মীদের এই মর্যাদাপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞ। শিগগির আমাদের প্রথম বৈঠক করবো।’

এর আগে শনিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়েছে। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

সার্চ কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এ সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর