thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা তুলে দিলেন ফখরুল

২০২২ ফেব্রুয়ারি ০৯ ১০:২৪:১৭
খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা তুলে দিলেন ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে হস্তান্তর করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।

পরে তিনি বিএনপি চেয়ারপারসনের হাতে সম্মাননাটি তুলে দেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “প্রথম নারী মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের মাতা ও দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননাটি তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) নামের একটি সংগঠন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দেয়। পুরস্কার পাওয়ার সাড়ে তিন বছর পর মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায় বিএনপি!

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর