thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নতুন গান নিয়ে আসছেন বন্যা তালুকদার

২০২২ ফেব্রুয়ারি ২০ ১০:৫১:৫৭
নতুন গান নিয়ে আসছেন বন্যা তালুকদার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্লোজআপ ওয়ান প্রথম চারের অন্যতম কন্ঠ যাদুকর সিলেটের বন্যা তালুকদার। আজ তার কন্ঠ দিয়ে দেশের মানুষের মন জয় করে চলেছেন একের পর এক দর্শক প্রিয়, মার্জিত, বাংলা ফোক ও আধুনিক গান পরিবেশনের মাধ্যমে। ইতিমধ্যে তার অনেক গানই রিলিজ হয়েছে বাংলাদেশের সনামধন্য মিউজিক ষ্টেশন থেকে। প্রখ্যাত গীতিকার, সুরকারদের গানে কন্ঠ দিয়ে মন জয় করে নিয়েছেন দর্শকদের।

তবে এবারই প্রথম বন্যার নিজম্ব ইউটিউব চ্যানেলে নিজের কন্ঠের গান আসছে। ইতিমধ্যে গত ১৩ ফেব্রয়ারী 'বাশি বাজে' নামে একটি গান রিলিজ হয়েছে এবং ব্যাপক সাড়াও পাচ্ছে দর্শকদের।

আগামী কয়েক দিনের মধ্যে বন্যা তালুকদারের নিজশ্ব ইউটিউব চ্যানেলে আরো একটু নতুন ধামাকা গান আসছে,'স্বজনী'নামে। এছাড়া গ্লোবাল প্লাস নামে আর একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে আরো দুটি গান আসছে সনামধন্য শিল্পি আকাশ মাহমুদ ও কাজী শুভর সাথে ডুয়েট। অনেক প্রতিকুল পরিবেশে গড়ে ওঠা এই প্রতিভা বন্যা তালুকদারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন উৎসাহ যোগাবেন। তার উত্তরাউত্তর সমৃদ্ধি কামনা করি।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর