thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘কোনো বিধবাকে এক টাকাও ভাতা দেননি খালেদা জিয়া’

২০২২ ফেব্রুয়ারি ২৩ ১৭:০৯:১৬
‘কোনো বিধবাকে এক টাকাও ভাতা দেননি খালেদা জিয়া’

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়নি মন্তব্য করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, খালেদা জিয়া নিজেও একজন বিধবা। কিন্তু তিনি বিধবা হয়েও কোনো বিধবাকে একটা টাকাও দেননি। কোনো ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস বা কোনো দুস্থ রোগীকে টাকা-পয়সা দেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে ভালোবাসেন, সকল মানুষকে ভালো রাখতে চান।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অনুদান গ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের অসুস্থতার কথা বিবেচনা করে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। যারা ভূমি ও গৃহহীন, প্রধানমন্ত্রী তাদের পাকা ঘরবাড়ি দিচ্ছেন। প্রধানমন্ত্রীর হাত ধরে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।

অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর