thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

অনশন ভাঙিয়ে বোনদের বাবার জমি বুঝিয়ে দিলেন এসপি

২০২২ ফেব্রুয়ারি ২৪ ১০:৫৫:১৫
অনশন ভাঙিয়ে বোনদের বাবার জমি বুঝিয়ে দিলেন এসপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বরগুনায় দখল হয়ে যাওয়া বাবার জমি ও বাড়ি ফেরত পেতে কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি পালন করেন তিন বোন। এর পাঁচ ঘণ্টা পর পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক অনশনে ভাঙিয়ে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান এবং বাবার জমি ও বাড়ি বুঝিয়ে দেন।


ওই তিন বোন হলেন রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬)। তাঁরা বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেন ওই তিন বোন। খবর পেয়ে বরগুনা জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক গিয়ে তাদের বুঝিয়ে অনশন প্রত্যাহার করান। পরে তিনি ওই তিন বোনকে নিয়ে বামনা উপজেলার গোলাঘাটায় তাদের গ্রামের বাড়িতে যান। সেখানে অভিযুক্ত স্বজনদের সঙ্গে কথা বলেন এবং ওই তিন বোনকে তাদের পৈতৃক ১৫ শতাংশ জমি বুঝিয়ে দেন পুলিশ সুপার। তাৎক্ষণিক ওই জমিতে ঘর তোলার জন্য তাদের অর্থও প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবেক সরকার, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বশিরুল আলম প্রমুখ।

ওই তিনজনের বড় রুবি আক্তার বলেন, ‘আমাদের মা-বাবা নেই। বাবার বাড়ি ও জমি সব আমার স্বজনেরা দখল করে রেখেছিলেন। ওই জমি দখলমুক্ত করতে প্রশাসনসহ বিভিন্ন স্থানে ঘুরেও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে ডিসি অফিসের সামনে অনশনে বসেছিলাম। পুলিশ সুপার স্যার এসে আমাদের জমি দখলমুক্ত করার আশ্বাস দিলে আমরা অনশন প্রত্যাহার করি। এরপর স্যার আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসেন। আগামীকাল (বৃহস্পতিবার) স্যারের অর্থায়নে আমাদের জমিতে একটি ঘর তুলতে শুরু করব।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর