thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ সিসিইউতে

২০২২ ফেব্রুয়ারি ২৪ ১৬:০৭:৪৫
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ সিসিইউতে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ (৯২) গুরুতর অসুস্থ। বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন তিনি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তার এক নিকটাত্মীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চিারপতি সাহাবুদ্দীন আহমদ বিগত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। সপ্তাহখানেক আগে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে বেশ সঙ্কটাপন্ন। তিনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।

উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তালুকদার রিসাত আহমেদ। তিনি একজন সমাজসেবী ও এলাকায় জনহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। সাহাবুদ্দীন নান্দাইলে তার বোনের বাড়িতে বড় হন। সাহাবুদ্দীন আহমদের স্ত্রীর নাম আনোয়ারা বেগম। তিনটি কন্যা ও দুই ছেলে সন্তানের বাবা সাহাবুদ্দীন আহমদ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর