thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

২৭ দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সম্মত

২০২২ ফেব্রুয়ারি ২৬ ১৫:৪০:৩৭
২৭ দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সম্মত

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলা মোকাবেলায় দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রসহ ইউরোপের ২৭ দেশ।


সামরিক সরঞ্জাম ছাড়া দেশগুলো ইউক্রেনে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠানোর পরিকল্পনা করছে। খবর স্কাই নিউজের।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী রুশ আগ্রাসন থেকে রক্ষার উপায় বের করতে শুক্রবার রাতে অনলাইনে একটি আলোচনাসভা করেন।

এতে ন্যাটোর সদস্য রাষ্ট্রসহ ২৫ দেশ অংশগ্রহণ করে। সবাই ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাতে একমত পোষণ করে।

ন্যাটোর সদস্য নয়, এমন অনেক দেশও ইউক্রেনে সামরিক সহায়তা করতে প্রস্তত।

এদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শনিবার তৃতীয় দিন। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে ফেলেছেন রুশ সেনারা। এ সময় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ। স্থানীয় সময় শনিবার সকালে কিয়েভ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে।

লড়াইয়ের সর্বশেষ অবস্থা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা মাইহাইলো পোডোলিয়াক। তিনি বলেন, রুশ সেনারা কিয়েভে সর্বোচ্চ পরিমাণ অস্ত্র নিয়ে আসার চেষ্টা চালিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর