thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

খারকিভ শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৭:৫৩:০৯
খারকিভ শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা। সেনাদের গাড়ি এরই মধ্যে শহরটির রাস্তাগুলোতে চলাচল করতে দেখা গেছে বলে জানাচ্ছে অনেক সংবাদমাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও বিভিন্ন ভিডিও ছড়িয়েছে যেখানে রুশ সেনাদের গাড়ি চলতে দেখা যাচ্ছে।

একটি ভিডিওতে রুশ সেনাদের একটি গাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে, গাড়িটি আগুনে জ্বলতে দেখা যাচ্ছে। অবশ্য বিবিসি ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে।

খারকিভ প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, রাশিয়ার হালকা কিছু সামরিক যান শহরে প্রবেশ করেছে।

বিবিসি জানায়, তার বক্তব্যের আগেই উত্তর-পূর্ব শহরের রাস্তায় রুশ সেনাদের গাড়িতে করে এদিক ওদিক যাতায়াত করতে দেখা গেছে।

সিনেগুবভ স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ান সেনারা শহরের কেন্দ্রে অবস্থান করছেন বলে মনে হচ্ছে।

তিনি বলেন, ‘নিরাপদ আশ্রয় ছাড়বেন না। ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুদের মোকাবিলা করছে। বেসামরিক নাগরিকদের অনুরোাধ করছি, আপনারা রাস্তায় বের হবে না।’

চতুর্থ দিনের মতো ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এতে বেশ কিছু হতাহতের খবর দিচ্ছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর