thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

নোয়াখালীতে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে নিহত ৪

২০২২ ফেব্রুয়ারি ২৮ ০৭:৩৬:৪৪
নোয়াখালীতে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে নিহত ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপ-সিএন‌জির মুখোমুখি সংঘ‌র্ষে ৪ জন নিহত হ‌য়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- সোনাইমুড়ীর সিএনজি চালক পারভেজ (৩৫), সোনাইমুড়ীর আমিশাপাড়ার কেশবপুর গ্রামের মোবারক মাস্টার বাড়ির মৃত তবারক উল্যাহর ছেলে মামুনুর রহমান (৪০) ও যশোরের জসিম (৪০)। ৪০ বছর বয়সী অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আহমদ উল্লাহ সবুজ ঢাকা পোস্টকে বলেন, বেপরোয়া গতিতে আসা পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৩ জন নিহত হন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর মামুনুর রহমান (৪০) মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বলেন, পিকআপ ভ‌্যা‌নের সঙ্গে সিএন‌জি চা‌লিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মামুনুর রহমান (৪০) মারা যান। মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর