thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

১৫ দিনেই ইউক্রেন দখলের পরিকল্পনা রাশিয়ার!

২০২২ মার্চ ০৩ ১০:৩১:০৮
১৫ দিনেই ইউক্রেন দখলের পরিকল্পনা রাশিয়ার!

দ্য রিপোর্ট ডেস্ক: সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক রাশিয়ান সৈনদের কাছ থেকে উদ্ধার করা কিছু গোপন নথি প্রকাশ করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। নথিতে ৬ মার্চের মধ্যে ইউক্রেন দখলে নেওয়ার পূণার্ঙ্গ ছক ছিল।

গত ১৮ জানুয়ারি আক্রমণের পরিকল্পনার এই নথিটি অনুমোদন করেন পুতিন। সেখানে ১৫ দিনের মধ্যেই ইউক্রেন দখলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, শত্রু ইউনিটটি স্টেপানোভকা-১ এলাকায় ওরস্ক এমসিসিতে অবতরণ করে। তারা রাশিয়ান ফেডারেশনের ৫৮তম সেনাবাহিনীর সামরিক ইউনিটগুলির সঙ্গে আক্রমণ পরিচলনা করে আসছিলে। এই বাহিনীর চূড়ান্ত লক্ষ্য ছিল অবরোধের মাধ্যমে মেলিটোপোলের নিয়ন্ত্রণ নেওয়া।

এদিকে জেনারেল স্টাফ বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘রাশিয়ানরা সাবধানে পরিকল্পনা এবং প্রস্তুত করেছিল। আমরা রাশিয়ান দখলদারদের একটি জিনিস বলব, আপনাদের সরঞ্জাম এবং গোপন নথিগুলি রেখে দিন, আমাদের সেগুলো প্রয়োজন হবে। প্রথমটি - আমাদের রক্ষকদের জন্য এবং দ্বিতীয়টি- হেগের (আন্তর্জাতিক আদালত) জন্য,। ’

এদিকে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেন থেকে ৮ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ প্রতিবেশী দেশে পালিয়ে গেছে। বাস্তুচ্যুত এই লোকেদের বেশিরভাগ নারী ও শিশু।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর