thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

মানিকগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ডাকাত ধরে গণপিটুনি : নিহত ২

২০২২ মার্চ ০৩ ১২:২৬:২২
মানিকগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ডাকাত ধরে গণপিটুনি : নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক ডাকাত।

বুধবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের বনপাড়িল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে আহত ডাকাত সদস্যের নাম জুনায়েদ।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে হাটিপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বনপারিল গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি হয়। তিনি এ বিষয়টি বর্তমান মেম্বারকে জানান। এ সময় গ্রামে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। পরে এলাকাবাসী ধাওয়া করে তিন ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। এতে দুই ডাকাত নিহত হয়। অপরজন গুরুতরভাবে আহত হন।

তিনি আরও জানান, আহত ডাকাত সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনাননুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর