thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

২০২২ মার্চ ০৪ ১৫:১৪:৩৯
চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে বে শপিং কমপ্লেক্স সংলগ্ন একটি ভবনের সাজ ফ্যাশন নামে ওই কারখানায় আগুন লাগে। দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার সাজ ফ্যাশনের একটি ফ্লোর খোলা ছিল। আগুন লাগার খবরে শ্রমিকরা নিরাপদে বেরিয়ে এসেছেন। তবে কত শ্রমিক ছিলেন তা নিশ্চিত করতে পারেননি তিনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর