thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১,  ২৬ রবিউল আউয়াল 1446

সহকর্মীর গুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

২০২২ মার্চ ০৬ ১৭:৩১:৫৩
সহকর্মীর গুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে চার সহকর্মীকে হত্যা করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবল। আক্রমণকারী বিএসএফ কনস্টেবলও নিহত হয়েছেন।

আজ রবিবার সকালে এ ঘটনা ঘটেছে পাঞ্জাব রাজ্যের অমৃতসরের খাসা গ্রামে।

জানা গেছে, ওই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বিএসএফ সদস্য। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিএসএফ সূত্রে জানা গেছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের মেসে আজ সকালে সতীর্থদের সঙ্গে বচসার সময় বিএসএফ-এর সাতেপ্পা এসকে নামের এক কনস্টেবল হঠাৎ সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে হতাহত হন কয়েকজন। আহতদের দ্রুত স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়। ততক্ষণে চার বিএসএফ সদস্যের মৃত্যু হয়। মৃত্যু হয় সাতেপ্পা নামে ওই কনস্টেবলও। কী কারণে ওই কনস্টেবল গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রোববার সকালে কোনো বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি চলাকালীন হঠাৎ সাতেপ্পা নামের ওই কনস্টেবল তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালান।

কোন পরিস্থিতিতে সাতেপ্পা গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবর আনন্দবাজার ও এনডিটিভির

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর